২ ঘণ্টা এগিয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

|

২ ঘণ্টা আগানো হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সময়।

স্বাগতিক বাংলাদেশের সাথে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে সকল প্রস্ততি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিসিবি। কিন্তু, হঠাৎ করেই এই সিরিজের সময়সূচিতে এসেছে সামান্য পরিবর্তন। ব্রডকাস্টিং এর সুবিধার্থে এগিয়ে আনা হয়েছে ম্যাচের সময়।

ব্রডকাস্টিং এর সুবিধার জন্য ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি। এর আগে প্রকাশিত ফিক্সচারে ম্যাচ আরম্ভ হবার কথা ছিলো বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। কিন্তু সাময়িক এ অসুবিধার জন্য নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা আগে শুরু করা হবে এই সিরিজের সব ম্যাচ।

আগামী ২৪ আগস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা কিউইদের। এরপর ৩ দিন হোটেল কোয়ারেন্টাইন শেষে আগামী ২৯ আগস্ট সাভারস্থ বিকেএসপিতে কিউইদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সিদ্ধান্ত বদলেছে কিউইরা। জানা গেছে ওই প্রস্ততি ম্যাচ খেলবেনা তারা।

উল্লেখ্য, এর আগে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে অস্ট্রেলিয়াও কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply