আফগানিস্তানে কোনো গোষ্ঠীকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না: তালেবান

|

গণমাধ্যমের মুখোমুখি তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ছবিঃ সংগৃহীত

আফগান ভূমি ব্যবহার করে কোনো গোষ্ঠীকে সশস্ত্র কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেছে তালেবান।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানী কাবুলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এসময় দেয়া বক্তব্যে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনায় তালেবানের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন জাবিউল্লাহ।

তিনি বলেন, অতীতে যারা তালেবানের বিরোধিতা করেছে তাদের ক্ষমা করা হয়েছে। বিভিন্ন গোত্র এবং আদর্শের অনুসারীদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চায় তালেবান। তাই দলটি কারও প্রতি আগ্রাসী আচরণ করবে না। তবে শরীয়াহ আইনের ভিত্তিতেই সরকার পরিচালনা করবে তালেবান। নারীরাও সরকার পরিচালনার অংশ হতে পারবেন। স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ থাকবে নারীদের জন্য।

জঙ্গিবাদ ইস্যুতে তালেবান মুখপাত্র বলেন, আফগান ভূমি ব্যবহার করে কোনো গোষ্ঠীকে সশস্ত্র কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ২০ বছর আগে যে ধারণার ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করেছিলাম এবার তেমনটা হবে না। সম্পূর্ণ পরিবর্তিত চিন্তা নিয়ে তালেবান এবার আফগান সরকার পরিচালনা করবে। হত্যাযজ্ঞ, লুটতরাজ কিংবা অন্য কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না আমরা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল উদ্দেশ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply