মুক্তিযুদ্ধ-মুক্তচিন্তায় আঘাত করতেই জাফর ইকবালের ওপর হামলা : ঢাবি উপাচার্য

|

মুক্তিযুদ্ধ-মুক্তচিন্তাকে আঘাত করতেই অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্ড ড. আখতারুজ্জামান। তিনি বলেন, এর পেছনে সুবিধাবাদী শ্রেনীর ইন্ধন রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

সকালে অপরাজেয় বাংলার সামনে ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শিক্ষকরা বলেন, এসব উগ্রবাদি গোষ্ঠি ধর্মের দোহাই দিয়ে তরুন প্রজন্মকে বিপদগামী করছে।

ধর্মের নামে মানুষ হত্যায় উদ্ধুব্ধ করলেও এদের সাথে ধর্মের কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান শিক্ষকরা। এসব উগ্রবাদিদের কবল থেকে তরুন প্রজন্মকে রক্ষা করতে হলে দেশব্যাপী মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি ছড়িয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তারা। পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলাও নিশ্চিত করতে হবে বলে জানান শিক্ষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply