জাতীয় পতাকা নামিয়ে ব্যানার টাঙানোয় বিক্ষোভ; তালেবানের গুলিতে নিহত ৩

|

জালালাবাদে স্থানীয়দের বিক্ষোভে গুলি চালায় তালেবান। ছবি: আল জাজিরা।

জাতীয় পতাকা নামিয়ে ব্যানার টাঙিয়েছে তালেবান, এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। আর তাতে তালেবানের গুলি চালালে প্রাণ হারায় অন্তত ৩ জন সাধারণ আফগান। আহত হয়েছে আরও ১২ জন।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে বুধবার (১৮ আগস্ট) বিকেলে আফগান প্রদেশ জালালাবাদের পূর্বাংশে এ হতাহতের ঘটনা ঘটে।

আগামীকাল আফগানিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশটির জাতীয় পতাকাকে প্রতিস্থাপন করে তালেবানের ব্যানার টাঙানোয় ক্ষুব্ধ হয় জালালাবাদের স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন জালালাবাদবাসী।

স্থানীয়দের এই বিক্ষোভে গুলি চালিয়েছে তালেবান। এই গোলাগুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল-জাজিরা। এছাড়া ১২ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply