আবারও কাবুল বিমানবন্দরে নৈরাজ্য; যেকোনো মূল্যে দেশ ছাড়তে মরিয়া মানুষের ভিড়

|

আবারও কাবুল বিমানবন্দরে নৈরাজ্য; যেকোনো মূল্যে দেশ ছাড়তে মরিয়া মানুষের ভিড়

ছবি: সংগৃহীত

আবারও মানুষের ঢল দেখা গেলো কাবুল বিমানবন্দরে। যেকোনো মূল্যে দেশ ছাড়তে মরিয়া হাজারো মানুষের ভীড়ে চরম নৈরাজ্য তৈরি হয় ওই এলাকায়।

বিমানবন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে পরিবার-পরিজন নিয়ে বাইরেই বসে থাকে বহু মানুষ। গেটের কাছে হুড়োহুড়ি করতে দেখা যায় অনেককে। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে তালেবান। ছোটাছুটি শুরু করে আতঙ্কিত মানুষ। গভীর রাত পর্যন্তই দেখা যায় এ পরিস্থিতি।

বুধবার কূটনীতিক, নিরাপত্তা কর্মী, স্বেচ্ছাসেবীসহ প্রায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় কাবুল থেকে। তালেবান ক্ষমতা দখলের পর গত সোমবার নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয় কাবুল বিমানবন্দরে।

এদিকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় বিভিন্ন দেশের সামরিক বিমানে উঠতে মরিয়া চেষ্টা চালায় আফগানরা। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে বিমানের চাকাতেও ঝুলে পড়ে অনেকে। এতে ছিটকে পড়ে কেউ কেউ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply