২১ বছর পর জাসদ নেতা হত্যা ও সিরিয়াল কিলিং মামলার আসামি গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

২১ বছর পর ধরা পড়লো জাসদ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন কাজী আরেফ হত্যা মামলার অন্যতম আসামি রওশন আলী। গতকাল রাতে রাজশাহী থেকে সাত মামলার পলাতক আলোচিত এই আসামিকে গ্রেফতার করে র‍্যাব। কাজী আরেফ হত্যা ছাড়াও এই চরমপন্থীর বিরুদ্ধে সিরিয়াল কিলিংয়ের অভিযোগও রয়েছে।

গতকাল বুধবার (১৮ আগস্ট) রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে রওশনকে গ্রেফতার করে র‍্যাব।

এ বিষয়ে রাজধানীর কাওরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটির মুখপাত্র খন্দকার আল মঈন জানান, জাসদ নেতা কাজী আরেফ হত্যাসহ সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন ওরফে আলী ওরফে উদয় মন্ডল নিজের পরিচয় গোপন করে এতদিন পালিয়ে ছিলেন রাজশাহীতে। ছদ্মবেশী রওশন একাধিক হত্যা মামলার প্রধান আসামি। টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিলিংই ছিলো তার পেশা। রওশনের সহযোগীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

এত বছর পর স্বজনের খুনিকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply