পারলেন না জয়া চাকমা

|

দেশের ১ম নারী ফুটবল রেফারি জয়া চাকমা।

বাংলাদেশের প্রথম নারী রেফারি জয়া চাকমা এএফসি এলিট প্যানেলের ফিটনেস টেস্টে ফেইল করেছেন। ফলে এএফসির এলিট প্যানেলে না যেতে পারার সাথে ফিফা রেফারিংয়ের সুযোগও হাত ছাড়ার শঙ্কায় এখন জয়া চাকমা।

ফিটনেস টেস্টে ফিফা রেফারি হিসাবে উত্তীর্ণ হতে কমপক্ষে ১০ টি চক্কর দিতে হয়। জয়া নূন্যতম সে দশ চক্কর দিতে না পারলেও, তারই সহকারী রেফারি সালমা আক্তার ফিটনেসে উত্তীর্ণ হয়েছেন।

কিন্তু রেফারি হিসাবে জয়া উত্তীর্ণ না হওয়ায় সালমা ঠিক কতটি ম্যাচ পরিচালনা করতে পারবেন তা নিয়ে আছে শঙ্কা। এখন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফা রেফারিংয়ের জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জয়াকে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply