আদালত থেকে বের হওয়ার সময় হুড়োহুড়ি, পড়ে যান পরীমণি

|

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় নায়িকা পরীমণির আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আতিকুর রহমানের আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদেশের পর সিএমএম আদালতের আট তলা ভবন থেকে পরীমণিকে বের করা হয়। আগে থেকে নিচে গারদ থানার সামনে কয়েকশ’ মানুষ ও সাংবাদিকরা পরীমণির জন্য অপেক্ষায় ছিলেন। এসময় পুলিশবেষ্টিত হয়ে হাঁটার সময় পরীমণি হুড়োহুড়িতে ধাক্কা খেয়ে পড়ে যান। হাতে-পায়ে কিছুটা ব্যথা পান তিনি। পরে নারী পুলিশেরা তাকে তুলে আবার গারদ থানায় প্রবেশ করান।

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে পরীমণিকে হাজির করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply