আজও পিএসজি’র হয়ে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসি। দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো জোর সম্ভাবনার কথা জানালেও শেষ পর্যন্ত মেসির সাথে নেইমারকেও দলে রাখেন নি তিনি। এদিনে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে যে গুঞ্জন উঠেছে তা উড়িয়ে দিলেন কোচ পচেত্তিনো। বাংলাদেশ সময় রাত একটায় ব্রেস্তের মাঠে নামবে পিএসজি।
প্যারিসে নিয়মিতই অনুশীলন করে নিজেকে তৈরি করতে ব্যস্ত লিওনেল মেসি। গেলো সপ্তাহে নতুন ক্লাবে যোগ দেবার পর থেকেই প্র্যাকটিস সেশনে নিজেকে নতুন সতীর্থদের সাথে মানিয়ে নিতে কাজ করছেন তিনি।
এরই মধ্যে পিএসজির দুটি ম্যাচ হয়ে গেলেও অভিষেক হয়নি মেসির। নতুন জার্সিতে মাঠে নামার আগে তাকে সময় দিয়েছেন কোচ। তবে আজ ব্রেস্তের বিপক্ষে সেই অপেক্ষার অবসানের একটা সম্ভাবনার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে ও নেইমারকে স্কোয়াডে না রেখে সময় আরও বাড়িয়ে দিলেন পচেত্তিনো।
পচেত্তিনো বলেছেন, মেসি দলে থাকবে কিনা সেটা নিয়ে এখনো পর্যালোচনা চলছে। ও দলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা সবাই জানে। সব কিছুই ভালো যাচ্ছে, আমাদের সাথে বেশ ভালোই মানিয়ে নিয়েছে সে।
এদিকে গুঞ্জন উঠেছে কিলিয়ান এমবাপ্পে থাকছেন না পিএসজিতে। মধ্যবর্তী দলবদলে নতুন ঠিকানায় দেখা যেতে পারে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। কিন্তু আরও একবছর চুক্তির মেয়াদ থাকা এমবাপ্পেকে নিয়ে কোন শঙ্কা নেই কোচ পচেত্তিনোর মাঝে।
এমবাপ্পে থাকবেন কি থাকবেন না, তা নিয়ে মাওরিসিও পচেত্তিনো বলেন, ওর মাঝে আমরা বাড়তি অনুপ্রেরণা দেখছি। সে দলকে নিয়ে ভাবছে। শুধু এটুকুই বলবো এই মৌসুমে সে এখানেই থাকবে। মাঝ পথে চলে যাবার কোনো সম্ভাবনা নেই।
ফ্রেঞ্চ লিগে দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট পেলেও গোল গড়ে টেবিলের তিনে রয়েছে প্যারিস সেন্ট জার্মেই।
Leave a reply