মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা কমছে না। এতে দুর্ঘটনা এড়াতে আজ তৃতীয় দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে নতুন করে আর যানবাহন আসছে না। ফলে শিমুলিয়াঘাটে নেই যানবাহনের উপস্থিতি।
বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাটে বর্তমানে ৮৩টি লঞ্চ সচল রয়েছে। ঘাটে আসা যাত্রীরা লঞ্চ যোগে পারি দিচ্ছে পদ্মা।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব জানান, স্রোতের তীব্রতা না কমায় এখনো ফেরি চলাচল শুরু করা যায়নি। বহরের ১৩টি ফেরি শিমুলিয়া-বাংলাবাজার দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে আর যানবাহন আসছে না। বিচ্ছিন্ন ভাবে দুই-একটি গাড়ি আসলে তাদের ফিরে যেতে হচ্ছে।
ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহনকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এড়িয়ে চলাচল নির্দেশনা দেওয়া হয়েছে এরইমধ্যে।
প্রসঙ্গত, নদীতে তীব্র স্রোত দেখা দিলে দুর্ঘটনা এড়াতে বুধবার দুপুর থেকে দেশের অন্যতম প্রধান এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডাব্লিউটিসি।
এনএনআর/
Leave a reply