করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফের লকডাউন সিডনিতে

|

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আবারও লকডাউন সিডনিতে

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আবারও লকডাউন দেয়া হলো সিডনিতে। চলবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। বিধিনিষেধের পাশাপাশি চলবে রাত্রিকালীন কারফিউ।

কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি সিডনিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার বেড়েছে। নতুন করে সাড়ে ছয়শ’র বেশি আক্রান্ত শনাক্ত হয় সিডনিতে। চাপ বাড়তে শুরু করেছে হাসপাতালগুলোয়। এ অবস্থায় আবারও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিলো সিডনি কর্তৃপক্ষ।

এদিকে নিউ সাউথওয়েলসে করোনার বিস্তার বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্যতামূলক ঘোষণা করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। ফলে ঘরে বাইরে সব নাগরিককে মাস্ক পড়া, সামাজিক দূরত্বসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বাধ্যতামূলকভাবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply