জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিকের বাসায় গিয়ে তাকে না পেয়ে পরিবারের একজনকে হত্যা করেছে তালেবান। এছাড়াও সাংবাদিকদের ঘরে ঘরে গিয়ে তাদের অনুসন্ধানেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ডয়চে ভেলে জানিয়েছে, কয়েকদিন ধরেই তাদের তিনজন সাংবাদিককে খুঁজছে তালেবান। তাদের সন্ধানে বাড়ি বাড়ি তল্লাশিও চালানো হয়েছে। তবে শেষ পর্যন্ত তাদের না পেয়ে একজনের বাড়িতে গিয়ে তার পরিবারের একজনকে হত্যা করে তালেবান সদস্যরা। এছাড়াও তাদের হামলায় ওই পরিবারের আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। তবে পরিবারের অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। ডয়চে ভেলের ওই সাংবাদিক এখন জার্মানিতে আছেন বলে জানিয়েছে তারা।
এই ঘটনা ছাড়াও তালেবান ক্ষমতা দখলের পর থেকে কয়েকদিনে বেশ কয়েকজন সাংবাদিক ও মিডিয়া কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যদিও কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে তালেবান আশ্বাস দিয়েছিল যে, যারা বিদেশিদের সাথে কাজ করেছে তাদের হত্যা করা হবে না। এমনকি যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদেরকেও ফিরে আসার আহ্বান জানিয়েছিল তারা।
তবে স্থানীয় মানুষের অভিযোগ, তালেবান তালিকা করে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। ধীর ধীরে তালেবানের এই তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
Leave a reply