চীনে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো তিন সন্তান নীতি।
গতকাল শুক্রবার (২০ আগস্ট) ন্যাশনাল পিপলস কংগ্রেসে আইনটি পাস করেন চীনের শীর্ষ আইনপ্রণেতারা।
গত মে মাসে তিন সন্তান গ্রহণের অনুমতি সংক্রান্ত একটি ঘোষণা দেয় বেইজিং প্রশাসন। মূলত জন্মহার বৃদ্ধির লক্ষ্যে চীন সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে পাস হয়েছে আইনটি। সন্তান লালনপালনের জন্য বিশেষ আর্থিক সহায়তাও দেয়া হবে সরকারের তরফ থেকে।
উল্লেখ্য, ২০১৬-তে ৩৬ বছরের পুরোনো এক সন্তান নীতি থেকে বেরিয়ে আসে চীন। এর আগে গৃহীত দুই সন্তান নীতিতে সুফল না পাওয়াতেই নতুন নীতি গ্রহণ করলো দেশটি।
২০২০ সালের মধ্যে ১৪২ কোটি জনসংখ্যার দেশে উন্নীত হওয়ার টার্গেট থাকলেও তা পূরণ হয়নি। বরং সবশেষ আদমশুমারিতে ৫ দশকের মধ্যে শিশু জন্মের হার ছিল সর্বনিম্ন। জীবনযাত্রার উচ্চ ব্যয়সহ নানা কারণেই এখন আর, বেশি সন্তান নিতে আগ্রহী না চীনা দম্পতিরা। এর ফলে ভবিষ্যতে কর্মক্ষম লোক সঙ্কটের আশঙ্কায় দেশটি।
/এসএইচ
Leave a reply