ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুথাই গ্রামে মারা যাওয়ার ১১ মাস পর কবর খুঁড়ে মূর্শিদ আলম (৬০) নামের এক বৃদ্ধের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন পুথাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে বলে নিহতের পরিবার থেকে অভিযোগ উঠেছে।
নিহত ওই বৃদ্ধের ভাই বশির আহমেদ ও ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল কবির কালাম জানান, ১১মাস আগে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। নিহতের লাশ পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে যায়।
শুক্রবার জুম্মার নামাজ শেষে মৃতের স্বজনরা কবরস্থানে জিয়ারত করতে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে কঙ্কাল শূন্য খোঁড়া কবরটি দেখতে পান।
পরে বৃদ্ধের ভাই বশির আহমেদ ও ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল কবির কালাম বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে অবগত করেছেন।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিষয়টি ওই পরিবারের তরফ থেকে মুঠোফোনে জানানো হয়েছে। তবে এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a reply