প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক বিএনপি: কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক বিএনপি। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে মুছে দিতে চেয়েছিলো তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় ওবায়দুল বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়েও কথা বলেন। তিনি বলেন, গত ২৬ বছর ধরে ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে বিএনপি জাতির সাথে তামাশা করে আসছে। এসব তথ্য হাওয়া থেকে পাওয়া নয়, বেগম জিয়ার জীবনী থেকে পাওয়া বলেও জানান তিনি। এছাড়া আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বিশ্বাসঘাতকতা আর পেছন থেকে ছুরি মারার উত্তরাধিকারও বিএনপি।

যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্ব স্মরণসভায় আরেও বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply