টিকা বিক্রির বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম এ কথা বলেছেন।
রোববার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে মহাপরিচালক আরও বলেন, টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ায় টিকাদানের ক্ষেত্রে জট তৈরি হয়েছে। জট খুলতে কেন্দ্রগুলোতে বুথের সংখ্যা বাড়ানো হবে। প্রয়োজন হলে টিকার কেন্দ্রও বাড়ানো হবে বলে তিনি জানিয়েছেন।
Leave a reply