হারিকেন গ্রেসের আঘাতে বিপর্যস্ত মেক্সিকোয় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৫ জনই শিশু।
মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে ধ্বসংস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় নতুন ৫ মরদেহ। গত শনিবার (২১ আগস্ট) ভেরাক্রুজ ও পোজা রিকা প্রদেশে আঘাত হানে ক্যাটাগরি থ্রি মাত্রার এই ঝড়।
হারিকেনে বিধ্বস্ত প্রদেশ দুটিতে দেখা দিয়েছে খাদ্য এবং ওষুধের তীব্র সংকট। বাণিজ্যিক ও আবাসিক ভবনের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র।
কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক ভূমিধসের কারণে বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়েছে সড়ক। ফলে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এ কারণে মারাত্মকভাবে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। উপদ্রুত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না জরুরী ত্রাণ সহায়তা। ফলে গত দু’দিনে খাবার, পানীয় এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে উপদ্রুত।
পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।
/এসএইচ
Leave a reply