সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর

|

আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের এক সভা শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

স্থগিত থাকা সংসদীয় আসনটিতে ভোট নেয়ার সিদ্ধান্ত হলেও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

সিলেট-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল গত ২৮ জুলাই। ভোটের এক দিন আগে আদালতের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত হয়।

ইসি সচিব বলেন, সিলেট-৩ উপনির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এ কারণে ৪ সেপ্টেম্বরের উপনির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

২০২০ সালের জুন মাসে প্রথম ধাপে ২০৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। করোনার কারণে প্রথম দফায় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply