সামাজিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: আতিকুল ইসলাম

|

সামাজিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: আতিকুল ইসলাম

ছবি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ডেঙ্গু নির্মূলে করণীয় নির্ধারণে কীট বিশেষজ্ঞসহ প্রতিটি মহলের সাথে বৈঠক করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সামাজিক উদ্যোগ ও সচেতনতা ছাড়া ডেঙ্গু থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দরিদ্রদের ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উত্তরের মেয়র। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেয়র জানান, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত করতে পারলে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো সম্ভব। উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

মেয়র আতিক বলেন, খাল ও ড্রেন দখল হয়ে যাওয়ায় প্রাকৃতিকভাবে পানির গতিপথ আবদ্ধ হয়ে গেছে। এ কারণেই জলাবদ্ধতার সমস্যা প্রকট হচ্ছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply