নবীনগরে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, শিশুসন্তান নিখোঁজ

|

নৌকাডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, শিশুসন্তান নিখোঁজ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের স্বামী-স্ত্রী মারা গেছে। এই ঘটনায় মারিয়া (৮) নামের তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বেলা দুইটার দিকে উপজেলার ভৈরবনগর-উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে।

ওই নৌকার যাত্রী সামসু মিয়া জানান, এ সময় নারী ও শিশু মিলিয়ে নৌকায় ৭/৮ জন যাত্রী ছিল। তাদের মধ্যে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের স্বামী-স্ত্রী পানিতে ডুবে মারা যায়। তাদের কন্যা সন্তান মারিয়া এখনও নিখোঁজ। বাকিরা কোনো রকমে সাঁতরে বাঁচার চেষ্টা করে। পাশে থাকা একটি মালবাহী নৌকা বাকিদের উদ্ধার করে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক জানান, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হন। এ সময় নদীতে একটি স্পিডবোট যাওয়ার সময় বড় ঢেউ সৃষ্টি হলে, নৌকাটি নদীতে ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, মরদেহ দু’টি হাসপাতালে রাখা আছে। নিখোঁজ শিশু মারিয়াকে খুঁজতে একটি ডুবুরি দল তিতাস নদীতে তল্লাশি চালাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply