অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে আদালতে হাজির করা হয়েছে প্রদীপ-লিয়াকতসহ ১৫ আসামিকে। প্রথম সাক্ষী হিসেবে প্রায় এক ঘণ্টা ধরে সাক্ষ্য নেয়া হয়েছে মামলার বাদী ও মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
আদালতে শারমিন বলেন, ঊর্ধতন কর্মকর্তাদের যোগসাজসে আসামিরা রাশেদকে হত্যা করেছে। পরিদর্শক লিয়াকত গুলি করার পর ঘটনাস্থলে পৌঁছে গলায় পা দিয়ে চেপে ধরে সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ কুমার দাস। তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এরপর মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে সাক্ষ্য পরবর্তী আসামিপক্ষের জেরা।
প্রথম দিনের কার্যক্রমের শুরুতেই এ মামলার অভিযোগ গঠনের কোনো সার্টিফাইড কপি পাননি বলে আদালতকে জানান আসামিপক্ষের আইনজীবীরা। এ জন্য সাক্ষ্যগ্রহণ কার্যক্রমে অংশ নিতে অপারগতা জানান তারা। পরে আদালত আশ্বস্ত করলে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। তবে আসামিপক্ষের আইনজীবীদের এমন অভিযোগকে মূলত মামলার বিচার কার্যক্রমকে দীর্ঘায়িত করার কৌশল বলে মনে করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট ফরিদুল আলম।
১৫ জন আসামির মধ্যে ১২ জনের আইনজীবী প্রথম সাক্ষীকে জেরা করেছেন। মঙ্গলবার বাকি তিনজনের জেরার পর পরবর্তী সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
Leave a reply