বিবৃতির ভাষার সাথে সব সচিবরা একমত নয়: মন্ত্রিপরিষদ সচিব

|

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে ভাষায় বিবৃতি দিয়েছে তা গ্রহণযোগ্য নয় এবং বিবৃতির ভাষার সাথে সব সচিবরা একমত নয় বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ (২৩ আগস্ট) সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিব ও বিভাগীয় কমিশনাররা এ ধরনের বিবৃতির সাথে দ্বিমত পোষণ করেছেন। ভুল বোঝাবুঝির কারণেই বরিশালের ঘটনা ঘটেছে বলে জানান সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনার পরামর্শ দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ রাখবে। কারও ভুলে যেনো বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply