ক্যানসারে আক্রান্ত মহেশ মাঞ্জরেকার

|

মহেশ মাঞ্জরেকার। ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত পরিচালক-অভিনেতা মহেশ মাঞ্জরেকার। তার মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়েছে। অতি সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছে তার। ‘ওয়ান্টেড’, ‘দাবাং ৩’ প্রভৃতি ছবির অভিনেতা তিনি।

মহেশ নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগের তুলনায় ভাল আছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যায়, মুম্বাইয়ের এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে বাড়ি ফিরেছেন ৬৩ বছরের এই অভিনেতা। আপাতত তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রচুর নিয়মকানুন মানতে হবে। যদিও অসুস্থতার মধ্যেও প্রচণ্ড ব্যস্ত মহেশ। নিজের দেখাশোনার পাশাপাশি হাতে থাকা কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছেন।

মহেশকে শেষ দেখা গিয়েছে ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস’-এ। এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন অভয় দেওল। এই সিরিজ দিয়েই মহেশ গত বছর প্রথম ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ করেন।

আগামী দিনে মহেশকে দেখা যাবে সালমান খান অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায়। এ ছাড়াও, বছরের শেষে মহেশ মাঞ্জরেকার ছোট পর্দায় আসছেন ‘বিগ বস মারাঠি’র তৃতীয় সিজন নিয়ে। এই রিয়্যালিটি শো’এ তিনি সঞ্চালক। আগের দু’টি সিজনেরও সঞ্চালনায় ছিলেন তিনিই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply