মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন আজ। সকাল দশটায় সাক্ষ্য নেয়া শুরু হবে। মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম রোববার থেকে শুরু হয়।
গতকাল সকালে আদালতে হাজির করা হয় সাময়িক বরখাস্ত ওসি প্রদীপ’সহ ১৫ আসামিকে। ওসি প্রদীপসহ বাকী ৩ আসামির আইনজীবীরা জেরা করবে আজ। মামলার প্রথম সাক্ষী ও বাদীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাকি আসামিরা হলেন- প্রধান আসামি পরিদর্শক লিয়াকত, সাময়িক বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং এএসআই লিটন মিয়া। প্রভাবমুক্তভাবে বিচার প্রক্রিয়া চলবে বলে প্রত্যাশা আসামিপক্ষের।
রাষ্ট্রপক্ষ বলছে, বিচার প্রক্রিয়ায় অনুরাগ-বিরাগের সুযোগ নেই। এক বছরের কম সময়ে বিচারের জন্য প্রস্তুত হয় চাঞ্চল্যকর মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ হত্যা মামলা। ২৭ জুন চার্জ গঠন করে ২৬ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হলেও তা গতি পায়নি করোনা সংক্রমণে।
এনএনআর/
Leave a reply