করোনাভাইরাস: দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া, সংক্রমণে যুক্তরাষ্ট্র

|

করোনাভাইরাস: দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া, সংক্রমণে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আরও প্রায় সাড়ে সাত হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। এ নিয়ে মোট প্রাণহানি সড়ে ৪৪ লাখ ছাড়ালো।

সোমবার দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া। তবে টানা ৪০ দিন পর হাজারের নিচে প্রাণহানি দেখলো দেশটি। এদিন কমপক্ষে সাড়ে আটশ মানুষের মৃত্যু হয়েছে সেখানে। আর শনাক্ত সাড়ে ন’হাজারের ওপর।

দ্বিতীয় অবস্থানে রাশিয়ায় মারা গেছে ৭৭৬ জন। আর প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের শরীরে মিললো ভাইরাসের উপস্থিতি।

এদিকে শনাক্তের দিক দিয়ে এদিনও শীর্ষে যুক্তরাষ্ট্র। সোমবার পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছেন ৮৭ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা সাড়ে তিন’শর ওপর। এছাড়া ইরানে ৬১০, ব্রাজিলে ৩৭০ ও ভারতে আড়াইশ জন প্রাণ হারিয়েছেন করোনায়। সোমবার বিশ্বজুড়ে পাঁচ লাখ ৬৫ হাজার মানুষ করোনামুক্ত হয়েছেন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply