শুধু জরুরি ব্যবহারের জন্য নয়, বরং করোনা মোকাবেলায় ফাইজারের টিকাকে চূড়ান্ত অনুমোদন দিলো মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ। সোমবার আসে ঘোষণাটি।
এফডিএ কমিশনার জেনেট উডকক জানান, দীর্ঘমেয়াদে মানবদেহে পরীক্ষার পরই দেয়া হলো ছাড়পত্র। এটি মহামারি মোকাবেলায় মাইলফলক সিদ্ধান্ত- এমনটাও আখ্যা দেন তিনি। কারণ হিসেবে বলেন, ভ্যাকসিন নিয়ে যেসব মার্কিনী ভীত ছিলেন, তারা নিজস্ব উৎপাদক প্রতিষ্ঠানের টিকায় খুঁজে পাবেন ভরসা।
গেলো বছর ডিসেম্বরে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের অনুমোদন দেন। এর আগেই, ব্রিটেন-কানাডা-মেক্সিকো-বাহরাইন ও সৌদি আরব সরকার দেয় ছাড়পত্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কঠোর পরীক্ষা শেষে, কোভিড নাইনটিন মোকাবেলায় কার্যকরী এবং নিরাপদ প্রমাণিত হয়েছে ফাইজারের টিকা। সে কারণেই, এটি চূড়ান্ত অনুমোদন দিলো খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা- এফডিএ। তাই ভ্যাকসিন গ্রহণ করেননি- এমন লাখো মার্কিনীকে বলবো, এখনই গ্রহণ করুন করোনা টিকা। কেননা- ধারণার তুলনায় বেশি ক্ষতিকর এবং কয়েকগুণ অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। সেটি মোকাবেলার একমাত্র উপায় ভ্যাকসিন।
এনএনআর/
Leave a reply