নদীভাঙনে মুহূর্তেই বিলীন স্কুল, ভিডিও করতে গিয়ে নিখোঁজ ছাত্র

|

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বিষখালী নদীর ভাঙনে মুহুর্তেই নদীতে বিলীন হয়ে গেছে স্কুল কাম সাইক্লোন শেল্টার। স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার ভিডিও করতে গিয়ে ছাদ ভেঙ্গে মাথায় পড়ে নদীতে নিখোঁজ হয়েছে নেয়ামত উল্লাহ হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্র। সন্ধ্যা পর্যন্ত ডুবুরীরা তাকে উদ্ধার করতে পারেনি। ডুবুরীদের ধারণা নদীতে সাইক্লোন শেল্টারের ভেঙ্গে পড়া ছাদের নীচে চাপা পড়ে আছে সে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে বিষখালী নদীর আকস্মিক ভাঙনে মাত্র ১৫ মিনিটের মধ্যেই সদর উপজেলার পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের একাংশ ও পাশের একটি মসজিদ নদীগর্ভে চলে যায়।

ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা জানান, পশ্চিম দেউরী এলাকা দীর্ঘদিন ধরে বিষখালী নদীতে ভাঙছে। হুমকির মুখে ছিল সাইক্লোন সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, বসতঘর ও ফসলি জমি। বেজমেন্টে মাটি সরে যাওয়ায় সাইক্লোন শেল্টারটি শুধু পিলারের ওপর দাঁড়িয়ে ছিল। গত দুই দিন ধরে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় আকস্মিকভাবে নদীভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে নদীতীরের সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষ নিয়ে একাংশ ভেঙে বিলীন হয়ে যায়।

এদিকে ভাঙনের ছবি তুলতে গিয়ে নেয়ামত উল্লাহ হাওলাদার (১৫) নামে স্থানীয় এক কিশোর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। তার বাড়িতে চলছে শোকের মাতম।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply