জাপানি মায়ের দুই শিশুর বিষয়ে সমঝোতার দিকে এগোচ্ছে মা ও বাবা। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ভিক্টিম সাপোর্ট সেন্টারে বাচ্চাদের সাথে দেখে করে এ তথ্য জানিয়েছেন তারা।
মা নাকানো এরিকো এবং আইনজীবী জানান, হাইকোর্টের বাইরেও দুই পরিবার একসাথে বসবেন। বাচ্চাদের জন্য যেটা কল্যাণকর সেই সিদ্ধান্তই নিবেন।
বাবা ইমরান শরীফ জানান, সেন্টারে থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে যাচ্ছে দুই শিশু। সমঝোতা করতে তিনি আগেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্ত মায়ের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। তবে সন্তানদের কল্যাণের জন্য যা করতে হবে তাই করবেন বলেও জানান তিনি।
এর আগে, গত ২৩ আগস্ট দুই শিশু আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছিলেন হাইকোর্ট। নাকানো এরিকোর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এমন সিদ্ধান্ত জানান। হাইকোর্টের আদেশে আরও বলা হয়েছিলো, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে বাবা। আর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখাশোনা করতে পারবে তাদের মা।
Leave a reply