ঢাকায় পৌঁছেছে জাপানের ৬ লাখ ৩৫ হাজার টিকা

|

কোভ্যাক্সের আওতায় জাপানের প্রতিশ্রুত অক্সফোর্ডের টিকার পঞ্চম ও শেষ চালানে ৬ লক্ষ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্যাথে প্যাসেফিকের একটি ফ্লাইট সন্ধ্যা ৭টা বেজে ১৫ মিনিটে টিকাগুলো নিয়ে ঢাকায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতর ও বিমান বন্দর কর্তৃপক্ষ টিকাগুলো গ্রহণ করেছেন।

এর আগে গত ২১ আগস্ট জাপান থেকে আরও ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং চলতি মাসের ২ তারিখ আসে উপহা‌রের আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply