রোনালদোকে হারিয়ে প্রথম ম্যাচেই হোঁচট খেলো য়্যুভেন্টাস

|

ছবি: সংগৃহীত

গত মৌসুমটা একেবারেই ভাল কাটেনি রেকর্ড ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন য়্যুভেন্টাসের। তার ওপর সদ্য অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দল ছেড়েছেন। তার দল ছাড়ার পর প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইতালিয়ান জায়ান্টরা। মৌসুমের দ্বিতীয় ম্যাচে এম্পোলির বিরুদ্ধে ১-০ গোলে হেরেছে আলেগ্রির দল।

রোনালদো পরবর্তী যুগে নিজেদের প্রমাণ করতে মরিয়া আলেগ্রির দল ম্যাচের শুরুটা কিন্তু দারুণভাবেই করেছিল। এম্পোলির বিরুদ্ধে জুভে’র রেকর্ডও দারুণ। ফলে জয়ের আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। উল্টো ম্যাচের ২১ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় গত মৌসুমের এম্পোলির হয়ে সর্বোচ্চ গোলদাতা, অধিনায়ক লিওনার্দো ম্যানকুসোর কাছে বল চলে যায়। সুযোগকে কাজে লাগিয়ে জুভের জালে বল জড়াতে কোন ভুল করেননি তিনি।

বিরতির পর য়্যুভেন্টাস কোচ মাসিমিলানো অ্যালেগ্রি মাঠে নামান আলভারো মোরাতা, দেজান কুলুসেভস্কি ও নতুন সাইনিং ম্যানুয়েল লোকাতেল্লিকে। কিন্তু গোল আর শোধ দেয়া হয়নি সাবেক চ্যাম্পিয়নদের। পাওলো দিবালা অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করেন।

প্রথম ম্যাচে ড্র করা য়্যুভেন্টাস ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নাম্বারে অবস্থান করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply