নিজস্ব প্রতিনিধি:
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৮ পিস স্বর্ণেরবারসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার সকালে তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাঁধ এলাকায় তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন (৩৭) সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদার ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবীবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাঁধের ওপর অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৮০ ভরি ওজনের ৮টি স্বর্ণেরবারসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়।
চোরাকারবারি কৌশলে স্বর্ণেরবারসমূহ তার শরীরে (কোমরে লুঙ্গির ভাজে) জড়িয়ে বহন করছিল। আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইউএইচ/
Leave a reply