বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়ান লালনের চার গান

|

ছবি: দেওয়ান লালন।

জন্মশতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চার গান লিখেছেন গীতিকার দেওয়ান লালন আহমেদ। গানগুলো হচ্ছে শতবর্ষে বঙ্গবন্ধু বিশ্ববন্ধু, পাখিরা কাঁদে গাছেরা কাঁদে, শেখ সাহেব এবং বঙ্গবন্ধু।

সরকারি কর্মকর্তা হলেও খুলনার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ দীর্ঘদিন ধরেই কবিতা ও গানসহ সৃজনশীল লেখনীর সাথে জড়িত। বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় মুক্তিযুদ্ধ তার লেখনীর অন্যতম ক্ষেত্র। এরইমধ্যে ‘পাসওয়ার্ড’ গানের জন্য চ্যানেল আইয়ের সেরা গীতিকারের পুরস্কারের পেয়েছেন।

বঙ্গবন্ধুকে নিয়ে নতুন চারটি গান প্রসঙ্গে তিনি বলেন, আমার মুক্তিযোদ্ধা বাবা ছিলেন বঙ্গবন্ধুর অন্ধ অনুসারী। ছোটবেলায় বাড়িতে দেখেছি বন্ধবন্ধুকে নিয়ে চর্চা হতো। এমন আবহে বেড়ে উঠেছি বলেই বঙ্গবন্ধুকে মনের গভীরে ধারণ করি। মহান নেতার প্রতি ভালোবাসা থেকেই তাকে নিয়ে চারটি গান লেখার চেষ্টা করেছি। নতুন প্রজন্মকে মাথায় রেখে গানগুলো লিখেছি। যাতে করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পারে। তার আত্মত্যাগ উপলব্ধি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply