যেখানে লাশ নেই সেখানে শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

|

যেখানে লাশ নেই সেখানে শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

ছবি: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

যেখানে মরদেহ নেই সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। খলনায়ককে নায়ক বানানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অপারেশন জ্যাকপট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কাউকে সম্মান জানানোতে সরকার বাঁধা দিতে পারে না। শুধু জিয়াউর রহমানের কবর নয়, সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply