কাবুল বিমানবন্দরের ভগ্নদশা দেখে হতাশ তালেবান। তালেবান যেন ব্যবহার না করতে পারে তাই সেখানে রাখা প্রায় ৭০টি উড়োযান এবং সামরিক যান ধ্বংস করে রেখে গেছে মার্কিন বাহিনী।
গত সোমবার (৩০ আগস্ট) আফগানিস্তানে দু’দশকের অভিযানের ইতি টানে যুক্তরাষ্ট্র। যাওয়ার আগে, তাদের ব্যবহৃত ব্ল্যাকহক, চিনুক হেলিকপ্টার এবং বিমানগুলো ভেঙ্গে রেখে গেছে তারা।
এছাড়া নানা অভিযানে ব্যবহৃত কয়েক ডজন অত্যাধুনিক হামভি গাড়িও নষ্ট করেছে মার্কিন সেনারা। অকার্যকর করে গেছে হামিদ কারজাই এয়ারপোর্টে স্থাপিত বিমান হামলা প্রতিরোধক ব্যবস্থাটিও।
পেন্টাগন মুখপাত্র জন কারবি সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে জানান, তালেবান সদস্যরা বিমানবন্দরে কাজে লাগানোর মতো কিছু খুঁজে পাবে না। পেলেও সেসব ওড়ানোর বা চালানোর সক্ষমতা নেই তাদের।
উল্লেখ্য, আফগান নিরাপত্তা বাহিনী তৈরি ও আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে গত দুই দশকে ২ ট্রিলিয়ন ডলারের ওপর খরচ করেছে যুক্তরাষ্ট্র।
/এসএইচ
Leave a reply