তালেবানকে একঘরে করে রাখলে আরও অস্থিতিশীল হয়ে পড়বে পরিস্থিতি। মঙ্গলবার দোহায় এ সতর্কবার্তা দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। আফগানিস্তানের নিরাপত্তা আর আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
কাতার পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, ১৯৯৬ সালে তালেবানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আর তার পরিণতি আমরা আফগানিস্তানে দেখেছি। তাদের সাথে সম্পৃক্ততাই বরং ইতিবাচক ফল আনতে পারে। আফগানিস্তানে সব পক্ষের অংশগ্রহণভিত্তিক সরকার গঠনকে উৎসাহিত করবে কাতার।
Leave a reply