বোলারদের শৃঙ্খলা ও সাফল্যের জন্য ক্ষুধাই এনে দিয়েছে জয়: মাহমুদউল্লাহ

|

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের মূল কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, বোলাররা সাফল্যের জন্য ছিল ক্ষুধার্ত। এর সাথে বোলিংয়ে নিজেদের দক্ষতার ব্যাপারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনেক বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা না করার মাধ্যমেই দলকে জয় এনে দিয়েছেন তারা।

নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে এই প্রথম হারিয়েছে বাংলাদেশ। এই অনুভূতিকে বিশেষ বলে অবিহিত করেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানো বিশেষ কিছু। এর সাথে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তবে আমাদের এই পারফরমেন্স বজায় রাখতে হবে।

দারুণভাবে কন্ডিশনকে কাজে লাগিয়ে সে অনুযায়ী ধারাবাহিকভাবে বোলিং করার জন্যও বোলারদের আলাদা মার্কস দেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ।

টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন মাহমুদউল্লাহ, এ কথাটি বলে তিনি আরও যোগ করেন, সেক্ষেত্রে স্কোরবোর্ডে ভালো রান তুলতে হতো। তবে এই উইকেটে ব্যাট করতে গেলে কৌশলী হওয়াটা জরুরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply