ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় পৌঁছেছে

|

নিহত পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মরদেহ ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই পাইলটের মরদেহ বিমানের (বিজি-০২৬) ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছায়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে দোহা থেকে আসা একটি ফ্লাইটে করে তার মরদেহ আনা হয়। তার ম 

দেশে আনার পর মরদেহ তার উত্তরার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ দুপুর দুইটায় যোহরের নামাজের পর বাংলাদেশ বিমানের বলাকা ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তার মায়ের পাশে তাকে কবর দেয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (৩০ আগস্ট) নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যাপ্টেন নওশাদ। এর আগে, শুক্রবার ১২৪ জন যাত্রী নিয়ে মাসকট-ঢাকা রুটে ঢাকায় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন বিমানটিকে নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। এরপর অসুস্থ ক্যাপ্টেন নওশাদকে দ্রুত ভারতের নাগপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগেও ২০১৬ সালের ২২ ডিসেম্বর ১৪৯ যাত্রীর জীবন বাঁচিয়ে আলোচনায় এসেছিলেন এই পাইলট।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply