বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার সুযোগ বন্ধ করলো এমিরেটস এয়ারলাইন্স

|

বাংলাদেশ থেকে এমিরেটসের মাধ্যমে দুবাই যাওয়া বন্ধ

করোনাকালীন ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত কিছু বিধি-নিষেধের কারণে বাংলাদেশসহ ছয়টি দেশের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এক্ষেত্রে শেষ গন্তব্য হিসেবে এসব দেশ থেকে আপাতত দুবাই যেতে পারবেন না যাত্রীরা। তবে দুবাই হয়ে অন্য দেশে যাওয়া যাবে।

এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে বুধবার ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধ প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশ ছাড়াও শেষ গন্তব্য হিসেবে দুবাই ভ্রমণের সুযোগ বন্ধ করা হয়েছে ইথিওপিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়ার।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাইগামী যাত্রীদের মোট দুটি শর্ত মানতে হবে। যাত্রা শুরুর আগে ৪৮ ঘণ্টার মধ্যে যাত্রীদের পিসিআর টেস্টের মাধ্যমে কিউআর কোডসহ করোনা নেগেটিভের সনদ সংগ্রহ করতে হবে এবং যাত্রাকালীন তা সঙ্গে রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো, উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দর থেকে করা পিসিআর টেস্টে যাত্রীর করোনা নেগেটিভ হতে হবে এবং কিউআর কোডসহ সেই সনদ যাত্রাকালীন সাথে রাখতে হবে। তবে বাংলাদেশসহ উল্লেখিত ছয়টি দেশে র‍্যাপিড পিসিআর টেস্ট সুবিধা না থাকায় এসব দেশ থেকে শেষ গন্তব্য হিসেবে দুবাই যাওয়া যাবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply