নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ কিউইদের বিরুদ্ধে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে আছে টাইগাররা।
কোন উইকেটে হবে আজকের ম্যাচ, সেটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানা গেছে, প্রথম ম্যাচের উইকেটেই হবে খেলা। সেক্ষেত্রে রান হবে কম, আধিপত্য করবেন বোলাররা। শুকনো আর অসমান বাউন্সের উইকেটে স্বাভাবিকভাবেই স্পিনারদের সামনে অসহায় কিছু মুহূর্ত কাটতে পারে ব্যাটারদের।
বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর ঘোষণা অনুসারে আজ কিপিং গ্লাভস হাতে নিচ্ছেন মুশফিকুর রহিম। সিরিজে এরই মধ্যে আউটফিল্ডে দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে নিজেকে পরিচিত করেছেন মুশফিক। তার বিশ্বস্ত হাত থেকে পড়ে যায়নি গুরুত্বপূর্ণ সময়ে কোনো ক্যাচ।
নিউজিল্যান্ড দলে আজ ফিরতে পারেন করোনা পজেটিভ হয়ে প্রথম দুটি ম্যাচ মিস করা আক্রমণাত্মক ব্যাটসম্যান ফিন অ্যালেন। একাদশে ফিরতে পারেন পেসার ম্যাট হেনরিও।
দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম এবং বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসাবে ১০০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি। মাশরাফীর ১০টি ম্যাচ জয়ের রেকর্ড টপকে গিয়ে ১২টি জয় নিয়ে এরই মধ্যে বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ নিশ্চয়ই চাইবেন নিজের ১০০ তম ম্যাচেই জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার পর কিউইদের বিরুদ্ধেও সিরিজ জয় নিশ্চিত করতে।
Leave a reply