৭২ ঘন্টার মধ্যে চাহিদা মতো করোনা পরীক্ষার পিসিআর টেস্ট ল্যাব বসানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।
সোমবার (৬ আগস্ট) প্রবাসীরা এই অবস্থান কর্মসূচি পালন করে। তাদের দাবি, যেসব প্রবাসীরা র্যাপিড টেস্টের কারণে আটকে পড়েছেন বা ভিসা বাতিল হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি প্রবাসী ব্যাংকে বিনা সুদে ঋণ দিয়ে স্বদেশে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিতে হবে।
এছাড়া র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব বসাতে যারা গাফেলতি করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তারা। এসময় সমস্যা সমাধান করে দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
Leave a reply