বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিনিতে গিয়েছিল মরক্কো ফুটবল দল। কিন্তু খেলা তো দুরের কথা বরং সেনা অভ্যুত্থানের মুখে পড়তে হয়েছে তাদের।
রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মুখে আছে আফ্রিকার দেশ গিনি। ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের আই গ্রুপের এই ম্যাচটি খেলার কথা ছিল মরক্কোর সাথে। কিন্তু তাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখে ফিফা থেকে স্থগিত করা হয় সেই ম্যাচ। পরবর্তীতে কবে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তা জানিয়ে দিবে ফিফা।
এরইমধ্যে গিনির সেনা অভ্যুত্থানের কবলে আটকা পড়েছিল মরক্কো ফুটবল দল। মরক্কো কোচ ভাহিদ হালিহোজিচ জানিয়েছিলেন পুরো দল হোটেলে আটকে ছিল। হোটেলের বাইরে থেকে সারা দিন গোলাগুলির আওয়াজ আসে। মরক্কোর খেলোয়াড়দের জন্য একটি বিমান তৈরি থাকলেও তাদের হোটেল থেকে বের হতে দেয়া হয়নি। কিন্তু সকল শঙ্কা কাটিয়ে অবশেষে মরক্কো খেলোয়াড়রা নিরাপদেই দেশে ফিরেছে।
Leave a reply