কিউই কোচের হুংকার, আগুনের জবাব আগুন দিয়েই দেবেন!

|

কিউই কোচ গ্লেন পকনাল।

জয়ের ছন্দে থাকা বাংলাদেশের হঠাৎ ছন্দপতন। তাই বুধবার নিউজিল্যান্ডের ওপর আহত বাঘের থাবা পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে, বিষয়টি আগেই আঁচ করে রেখেছেন কিউই কোচ গ্লেন পকনাল। পাল্টা হুংকার দিতে ভুল করেননি নিয়মিত কোচ গ্যারি স্টিডের অবর্তমানে দায়িত্ব পাওয়া পকনাল।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বললেন, শুধু আমাদের বিপক্ষে নয়, বিশ্বের যেকোনো দলের সঙ্গেই তাদের ঘরের মাটিতে রেকর্ড অসাধারণ। হারের পর স্বাভাবিকভাবেই তারা ঘুরে দাঁড়াবে শক্তভাবে, আগের হারটাও নিশ্চয়ই খোঁচাচ্ছে তাদের। আমরা অবশ্যই তাদের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত। আমরা আগুনের জবাব আগুন দিয়েই দেব, আমাদের সে সামর্থ্য আছে।

আপাতত চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা আনাই লক্ষ্যের কথা জানালেন তিনি। বলেন, আমাদের সামনে বাধাটা বড়, এটা ভালোই। তবে খুবই কাছাকাছি আছি আমরা। কাল ২-২ করতে পারলে শেষ ম্যাচ নিয়ে ভাববো।

ঘরের মাটিতে টাইগাররা দুর্দান্ত, অপ্রতিরোধ্য সে কথাই জানত গোটা ক্রিকেটবিশ্ব। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলায় অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে নাস্তানাবুদ করার পর নিউজিল্যান্ডকেও টানা দুই ম্যাচে হারিয়ে সে কথাই বারবার জানান দিয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী। কিন্তু তৃতীয় ম্যাচে এসে পাশার দানই পাল্টে গেল। নিউজিল্যান্ডের অনভিজ্ঞ দলের কাছে শোচনীয় পরাজয়! মাত্র ৭৬ রানে অলআউট। যা দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর। ফলে আজ যে মাহমুদউল্লাহ বাহিনী জয় পেতে মরিয়া থাকবে সেটি আর না বললেও চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply