বাংলাদেশের মাটিতে টাইগাররা হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। তবে স্লো, টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ধরাশায়ী করার পর প্রশ্ন ওঠে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ঠিকঠাক হলো কিনা টিম বাংলাদেশের। তবে ভারতের দল ঘোষণায় স্পিনারদের আধিক্য এবং কেবল তিনজন বিশেষজ্ঞ পেসারকে রাখায় খুশি হতে পারে বাংলাদেশ দল। কারণ, এতেই পরিষ্কার হয়ে যায় কেমন উইকেটে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ।
বাংলাদেশের দল ঘোষণা হয়ে গেছে। সেখানে বিশেষজ্ঞ চার পেসারের সাথে আছেন বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ, অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসান। পার্ট টাইমার হিসেবে সাম্প্রতিক সিরিজগুলোতে হাত ঘুরিয়ে ভালোই সাফল্য পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে দেশের মাটিতে সুযোগ দিয়ে হয়তো কিছুটা ঝালিয়ে নেয়াও যেত।
তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেনের দলে না থাকা কোনো সারপ্রাইজ হিসেবে আসেনি। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিন সিরিজ জেতা দলকেই দেখা যাবে বিশ্বকাপে।
তবে বাড়তি কোনো ব্যাটসম্যান নেই স্কোয়াডে। টপ অর্ডারের কেউ ইনজুরিতে পড়লে সেখানে ভারসাম্য আনার জন্য প্ল্যান বি তে যেতে হতে পারে বাংলাদেশকে। সেক্ষেত্রে হার্ড হিটার শামীম পাটোয়ারী আসবেন একাদশে।
আরব আমিরাতের নিচু বাউন্স ও স্লো, টার্নিং উইকেটে আরেকজন বিশেষজ্ঞ স্পিনারের অভাব বোধ করবে কিনা বাংলাদেশ তা সময়ই বলে দেবে। তবে উইনিং কম্বিনেশন বজায় রাখার দিকে মনোযোগ দিয়ে বিশেষজ্ঞ পেসার চারজনকেই রেখেছে দলের নিবার্চকমণ্ডলি। সাথে স্ট্যান্ড বাই হিসেবে আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
Leave a reply