নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে থাকছেন না সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ডের অপেক্ষাটা তাই বিশ্বকাপ পর্যন্ত বাড়লো।
নিউজিল্যান্ড সিরিজে বল হাতে কিছুটা সাফল্য পেলেও ব্যাট হাতে সাকিব তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে খেলার মধ্যে বেশ কয়েকবারই দেখা গেছে, ব্যথায় মুখভঙ্গি পাল্টে গেছে তার। জানা গেছে, চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন সাকিব। সেই ব্যথাও আবার পেয়েছেন পুরোনো চোটের স্থানেই। তাই শেষ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না এই চ্যাম্পিয়ন অলরাউন্ডারের।
টি-টোয়েন্টিতে তাই লাসিথ মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার জন্য বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাকিব আল হাসানকে।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকার কথা না সাকিবের। দিন কয়েক পরেই আইপিএল খেলতে দুবাই যাচ্ছেন তিনি। কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ হতো না আর কিছুই।
Leave a reply