নতুন সরকারে অসন্তুষ্ট আফগান নারীরা

|

আন্দেলনরত আফগান নারীরা

আফগানিস্তানের নতুন সরকারে কোন নারীকে অন্তর্ভুক্ত না করায় বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন নারীরা। দেশটির বিভিন্ন প্রদেশে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এসময় তালেবান বাহিনী গুলি করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। খবর বিবিসির।

প্লাকার্ডে ‘আমরা স্বাধীনতা চাই’ লিখে স্লোগান দেন তারা। বন্দুকের নল তাদের মুখ বন্ধ করতে পারবেনা বলেও উল্লেখ করেন এসময়।

খবর সংগ্রহ করার সময় দুই সাংবাদিককেও পেটানোর অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএফপির কাছে ফটোসাংবাদিক নেমাতুল্লাহ নাকদি বলেন, তালেবানরা তাদের বুট দিয়ে আমার মাথা চেপে ধরে ও জোরে লাথি মারে। আমার মনে হচ্ছিল তারা আমাকে মেরেই ফেলবে।

গতকাল (৮ সেপ্টেম্বর) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে স্থান হয়নি কোন নারীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply