ইতালির ল্যাম্পাডুসা উপকূলে দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১২৫ জন অভিবাসনপ্রত্যাশীকে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উত্তাল সাগরে অভিযান চালায় দেশটির কোস্ট গার্ড।
উদ্ধারকৃতদের মধ্যে ৪৯ নারী ও ২০টি শিশু রয়েছে। কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি প্রবালে আটকা পড়েন অভিবাসনপ্রত্যাশীরা। পরে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার তৎপরতা চালায় কোস্ট গার্ড।
তবে তীব্র ঢেউয়ের কারণে তাদের কাছাকাছি পৌঁছাতে ব্যর্থ হয় উদ্ধারকারীরা। পরে ভাসমান ভেলায় করে টেনে বোটে তোলা হয় তাদের। উদ্ধারকৃত সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানানো হয়েছে।
উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে প্রতিবছরই ইউরোপে পাড়ি দেয় অসংখ্য অভিবাসীপ্রত্যাশী। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ হাজার অবৈধ অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে ইউরোপে, গত বছরের তুলনায় যা দ্বিগুণ।
Leave a reply