আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৪

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবান বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর গুলা চালিয়েছে তালেবান। এই ঘটনায় প্রাণ গেছে ৪ আন্দোলনকারীর। শুক্রবার কাবুলে এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, তালেবান নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে চলা বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিক্ষোভরতদের ফিরে যাওয়ার আহ্বান জানায় তালেবান। এক পর্যায়ে আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বিভিন্ন পেশার মানুষ বিক্ষোভ করছেন তালেবানের বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে সোচ্চার নারীরা। শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন পেশায় অংশ নিতে বিক্ষোভ করে আসছেন আফগানিস্তানের নারীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply