মিয়ানমারে নিরাপত্তা বাহিনী ও মিলিশিয়ার সংঘর্ষে নিহত ২০

|

ছবি: সংগৃহীত

মিয়ানমারে নিরাপত্তা বাহিনী ও মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার মিন থার এলাকায় গেল দু’দিন ধরে চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। সম্প্রতি সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধমূলক যুদ্ধের ডাক দেয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। মিলিশিয়া গ্রুপ এসডিএম জানায়, পাল্টা লড়াই করা ছাড়া মিয়ানমারের তরুণদের সামনে আর কোনো পথ খোলা নেই।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ক্ষমতাচ্যুত সরকারের আইনপ্রণেতারা সংঘবদ্ধ হয়ে গঠন করে এনইউজি। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এবং সেনা সদস্য ও সরকারি কর্মকর্তাদের সমর্থন আদায়ের প্রচেষ্টা হিসেবে নেয়া হয় এ পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply