আধুনিক হৃদরোগ চিকিৎসা প্রদানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব চালু করেছে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার উত্তরায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এটির উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসপাতালের চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশি, ডেপুটি চেয়ারম্যান হিদেও কোজিমা।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব এবং ১৮ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দেশের ক্রমবর্ধমান হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০১৬ সালে এ হাসপাতালের যাত্রা শুরু হয়। এরই মধ্যে করোনাকালীন সহস্রাধিক কোভিড রোগীর চিকিৎসা মাধ্যমে দেশের করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের চিকিৎসা সংকট মোকাবিলায় ভবিষ্যতে চিকিৎসা কার্যক্রম আরো বাড়ানোর কথাও জানিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।
Leave a reply