অবরুদ্ধ গাজা উপত্যকায় দফায়-দফায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের কথিত রকেট হামলার জবাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে দখলদার সেনারা।
গত সপ্তাহে দুর্ভেদ্য কারাগার থেকে ৬ ফিলিস্তিনি বন্দি পালানোর পর থেকেই নতুনভাবে অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সীমান্ত লক্ষ্য করে রকেট ছুঁড়ছে হামাস।
অবশ্য, স্বাধীনতাকামী সংগঠনটি এ ব্যাপারে মুখ খোলেনি। বর্তমানে তাদের গোপন ঘাঁটি, সুরঙ্গ পথ, অস্ত্রাগার ইসরায়েলি হামলার মূল টার্গেট। মে মাসেও, উভয়পক্ষের ১১ দিনের তুমুল লড়াইয়ে প্রাণ হারান আড়াইশো ফিলিস্তিনি। ইসরায়েলে মারা যায় ১৩ জন। মিসরের মধ্যস্থতায় অস্ত্রবিরতি হলেও সেটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইহুদি দখলদাররা।
Leave a reply